এই বিভাগটি একেবারেই আপনার জন্য। আপনি হতে পারেন একজন পেশাদার বা অপেশাদার আলোকচিত্রি, একজন অভিজ্ঞ বা নবীন আলোকচিত্রি; অথবা এমন একজন যিনি স্রেফ শখের বশেই ছবি তুলতে বা দেখতে পছন্দ করেন।
এই বিভাগে আমরা আপনার তোলা ছবি প্রকাশ করব। পাঠিয়ে দিন click@bdnews24.com ঠিকানায়। বিষয়ের ঘরে লিখুন “Amar Chhobi”।
এই বিভাগে ছবি প্রকাশ করতে চাইলে নিচের সহজ কয়েকটি নিয়ম মেনে আমাদের কাছে পাঠান। আমাদের সম্পাদনা বিভাগের বিবেচনা সাপেক্ষে তা প্রকাশিত হতে থাকবে।
চটজলদি নজর বুলিয়ে নিন নিয়মগুলোয়-